ঢাকা: থাইল্যান্ডে পশ্চিমাঞ্চলে একটি দ্বিতল বাস খাদে পদে পড়ে ৩০ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই পৌরকর্মী বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে।
এ ঘটনায় আরও ২২ জন আহত হয়েছেন বলে তাক প্রদেশের গভর্নর সুরিয়া প্রসাতবুন্দিতিয়া বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে। তবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
সংবাদ মাধ্যম জানায়, পাহাড়ের উঁচু নিচু রাস্তার কারণে বাসটি একদিকে কাত হয়ে যায়। বাসটি একটি গাছের সঙ্গে ধাক্কা খাওয়ার আগে বেশ কয়েকবার পাক খায়। অপর একটি বাসকে ওভারটেক করতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
সোমবার রাতে যে চারটি বাস স্থানীয় কর্মচারী ও গ্রামবাসীদের নিয়ে তাক থেকে থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে যাচ্ছিল তার মধ্যে দুর্ঘটনাকবলিত বাসটি একটি।
তাক প্রদেশের গর্ভনর জানান, পাহাড়ী উঁচু নিচু রাস্তার কারণে ২০১৩ সালে মায়ানমার সীমান্তে প্রায় তিনশ’ দুর্ঘটনা ঘটেছে।
বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৪