ঢাকা: ভারতের জঙ্গি গোষ্ঠী ইন্ডিয়ান মুজাহিদিনের প্রধানকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। নেপালের সীমান্তবর্তী একটি গ্রাম থেকে মঙ্গলবার সকালে তেহসিন আখতার ওরফে মনুকে গ্রেফতার করা হয়।
ইন্ডিয়ান মুজাহিদিনকে ভারতের মধ্যে গড়ে উঠা জঙ্গি সংগঠনগুলোর প্রধান হিসেবে ভাবা হয়। অনেক বিশ্লেষকের বক্তব্য, পাকিস্তানের লস্কর-ই-তৈয়বা (এলটি) ও জাইশ-ই-মোহাম্মদের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে।
দিল্লির সন্ত্রাসবিরোধী সেলের শীর্ষ কর্মকর্তা এস এন শ্রীভাসতাভা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বিস্তারিতি কিছু জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৪