ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরে যুক্তরাষ্ট্রের কূটনীতিক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১১
মিশরে যুক্তরাষ্ট্রের কূটনীতিক

ওয়াশিংটন: মিশরের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রেসিডেন্ট হোসনি মোবারকের সঙ্গে সাক্ষাতের জন্য যুক্তরাষ্ট্র তার একজন প্রবীণ কূটনীতিককে মিশরে পাঠিয়েছে। সোমবার তিনি কায়রো বিমানবন্দরে পৌঁছান।

নিউইয়র্ক টাইমস মঙ্গলবার এ তথ্য জানায়।

যুক্তরাষ্ট্রের সরকারি দপ্তরের মুখপাত্র ফিলিপ জে ক্রাউলি জানান, ফ্রাংক উইসনার নামের এই সাবেক কূটনীতিক মিশরের দূতাবাসে দায়িত্বরত ছিলেন। সেই প্রেক্ষিতে তিনি মোবারককে আগে থেকেই জানেন। যুক্তরাষ্ট্র আশা করছে এ কারণে প্রেসিডেন্টের সঙ্গে তার সরাসরি দেখা করা এবং তার মতামত জানতে অনেক ‘সহজ’ হবে।

নিউইয়র্ক টাইমস আরও জানায় উইসনার কখন মোবারকের পদত্যাগের বিষয়ে আলোচনা করবেন অথবা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোন বার্তা দেবেন সে বিষয়ে যুক্তরাষ্ট্র্রের কর্মকর্তারা কিছু জানাননি। কিন্তু একজন উর্ধ্বতন কর্মকর্তা এই পত্রিকাটিকে জানায়, ‘যখন পুরনো বন্ধুরা একত্রিত হয় তখন আলোচনা তরফেই চলে। ’

এদিকে, ক্রউলি বলেন, ‘আমরা যা ইতিমধ্যে বলেছি তা দৃঢ় করার সুযোগ উইসনারের আছে। আমাদের বিশ্লেষণের সঙ্গে তার অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গি যোগ করতে বলেছি। তিনি যখন ফিরে আসবেন তখন তার কাছ থেকে অভিমত শুনব। ’

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।