ঢাকা: মিশরের সামরিক বাহিনী প্রধান ফিল্ড মার্শাল আব্দুল ফাত্তা আল-সিসি (৫৯) পদত্যাগের ঘোষণা দিয়েছেন। মূলত রাষ্ট্রপতি পদে লড়াইয়ের জন্য তিনি এ পদত্যাগের ঘোষণা দিলেন।
দেশটির টিভিতে উর্দু ভাষায় দেওয়া এক বক্তৃতায় সিসি বলেন, সামরিক পোশাকে আজই আপনারা আমাকে শেষ বারের মতো দেখছেন।
সিসি পদত্যাগ করে নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হবেন তা ধারণা করা হচ্ছিল।
বক্তৃতায় তিনি বলেন, লাখ লাখ মিশরীয় তরুণ বেকার বিষয়টি একেবারেই গ্রহণযোগ্য নয়।
এদিকে, শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় এবং জনপ্রিয়তার কারণে সিসিকে ‘বিজয়ী’ হিসেবে ধরে নিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
২০১৩ সালের জুলাইয়ে সাবেক প্রেসিডেন্ট মুরসিকে সিসির নেতৃত্বেই ক্ষমতাচ্যুত করা হয়। এরপর মুরসির দল মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ ঘোষণা করে ‘সন্ত্রাসী’ দল হিসেবে ঘোষণা করা হয়।
মুসলিম ব্রাদারহুডের ৫২৯ সমর্থককে দেশটির একটি আদালত মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার দু’দিনের মাথায় প্রেসিডেন্ট পদে নির্বাচনের এ সিদ্ধান্ত জানালেন সিসি।
বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৪