লন্ডন: মিশরের চলমান সরকার বিরোধী আন্দোলনের অন্যতম নেতা মোহাম্মদ আলবারাদি বলেছেন, শুক্রবারের মধ্যে প্রেসিডেন্ট হোসনি মোবারককে অবশ্যই সরে যেতে হবে। ক্রমেই মিশরের সরকার বিরোধী বিক্ষোভের নেতা হয়ে উঠা আলবারাদি আল-অ্যারাবিয়া স্যাটেলাইট চ্যানেলকে মঙ্গলবার এ কথা বলেন।
আলবারাদি বলেন, ‘বিক্ষোভকারীদের কাছে আমি শুনেছি, তারা এর শেষ দেখতে চান, যদি তা আজ (মঙ্গলবার) না হয়, তাহলে সর্বোচ্চ শুক্রবারে তা অবশ্যই হবে। ওইদিন মিশরীয়রা ‘প্রস্থান দিবস’ পালন করবেন। ’
‘তবে এর আগেই প্রেসিডেন্ট সরে দাঁড়াবেন এবং ৩০ বছরের শাসনের পর এবার দেশকে তার শাসন থেকে মুক্ত করবেন। তিনি আর রক্তপাত দেখতে চান না বলেই আমি আশা করছি। ’
ভাইস প্রেসিডেন্ট ওমর সুলাইমানের বিরোধীদের সঙ্গে আলোচনার প্রস্তাব বিষয়ে জানতে চাওয়া হলে আলবারাদি বলেন জাতীয় সমন্বিত আলোচনা তিনি সমর্থন করেন। তবে তা মোবারকের প্রস্থানের আগে নয় বলেও উল্লেখ করেন তিনি।
আলবারাদি বলেন, ‘যদি প্রেসিডেন্ট মোবারক ক্ষমতা থেকে সরে দাঁড়ান তাহলে সব কিছুই সঠিকভাবে চলবে। ’
তবে একইসঙ্গে বিক্ষোভও শান্তিপূর্ণভাবে হওয়া উচিত বলেও উল্লেখ করেন তিনি।
তার ৩২ বছরের শাসনামলে সবচেয়ে বড় বিক্ষোভের সম্মুখীন মোবারক এই প্রথমবারের মতো তার সরকারে ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী নিয়োগ দেন। তবে ক্ষমতা আঁকড়ে থাকার বেপরোয়া প্রচেষ্টা হিসেবেই তিনি এ উদ্যোগ নেন বলেই বিরোধীদের মতামত।
দুবাই ভিত্তিক সৌদি মালিকানাধীন নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আলবারাদি বলেন, ‘মোবারক হয়তো এ বিক্ষোভ থেকে শিক্ষা নেননি এবং বার্তাটিও বুঝতে পারেননি। আর এটা হচ্ছে সেনাবাহিনীও এখন জনগণের দাবি সম্পর্কে অবগত। ’
‘আমি আশা করি তিনি তা বুঝতে পারবেন এবং নতুন যুগের সূচনা করতে এবং রক্ষপাত থেকে দেশকে বাঁচাতে দ্রুতই দেশ ত্যাগ করবেন। ’
বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১১