কলকাতা: গান গেয়ে মাতিয়েছেন ভারত। সেই গানই হবে তার নির্বাচনী প্রচারণার হাতিয়ার।
পশ্চিমবঙ্গের শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তিনি। প্রচার-প্রচারণায় নামার আগে কলকাতায় বিজেপি-এর রাজ্য সদর দপ্তরে বসে নিজের নিজের আত্মবিশ্বাসের কথা জানালেন তিনি।
রাজনৈতিক লড়াইয়ে নতুন হলেও কলকাতা থেকে মুম্বাই গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে একসময় যে লড়াই করেছিলেন সেই ৪২ বছরের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান ভারতের জনপ্রিয় এ শিল্পী।
শ্রীরামপুরের ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে লাহিড়ী বলেন, ভোটে জিতলে তিনি শ্রীরামপুরকে একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলবেন, গড়ে তুলবেন সঙ্গীত একাডেমিও।
আলাপচারিতায় উপস্থিত ছিলেন বিজেপি-এর রাজ্য সম্পাদক রাহুল সিনহা। বাপি লাহিড়ীকে প্রার্থী হিসেবে পেয়ে শ্রীরামপুরের মানুষ খুশি বলে দাবি তার। তিনি অভিযোগ করেন, রাজ্যের শাসক দল তাদের প্রচারে বাধা সৃষ্টি করছে।
বিজেপি-তে যোগদানের কারণ জানতে চাইলে বাপি লাহিড়ীর উত্তর, ড. শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়, বিবেকানন্দ ও নেতাজি-এর জীবন তাকে অনুপ্রাণিত করে। এদের আদর্শবহনকারী একমাত্র রাজনৈতিক দল বহন হচ্ছে বিজেপি।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি তার ছোট্ট উত্তরে জানান ‘আমি তাকে শ্রদ্ধা করি। ’
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৪