ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতের বিমান বাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৪
ভারতের বিমান বাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫

ঢাকা: ভারতের বিমান বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে আগ্রা থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই মধ্য প্রদেশের গাওলিওরে সি-১৩০ জে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।



গাওলিয়র থেকে ৭২ কিলোমিটার পশ্চিমে বিধ্বস্ত হওয়া ভারতের সবচেয়ে সামরিক পরিবহন উড়োজাজটি সুপার হারকিউলিস নামে পরিচিত। উড়োজাহাজে কতজন ছিল তা জানা ‍যায়নি।

ভারতের বিমান বাহিনীর এক মুখপাত্রের বরাত দিয়ে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানিয়েছে, প্লেনটি নিয়মিত প্রশিক্ষণ মিশনে ছিল।

৪ ইঞ্জিনওয়ালা উড়োজাহাজটি বিধ্বস্তের ঘটনা অভিজ্ঞ পাইলটদের হতভম্ব বানিয়ে দিয়েছে, একই সঙ্গে নিরাপত্তা নিয়ে যে সুনাম ছিল তাতেও কালিমা লাগিয়ে দিলো।

এক জ্যেষ্ঠ পাইলট বিধ্বস্তের ঘটনাকে ‘অদ্ভূত’ বলে উল্লেখ করেছেন। উড়োজাহাজের পাইলট অদক্ষ ছিলেন না উড়ন্ত উড়োজাহাজে কোনোভাবে আগুন ধরে তা নিয়ে চলছে গুঞ্জন।

সম্প্রতি ভারতের বিমান বাহিনীর বহরে ৬টি সি-১৩০ জে সুপার হারকিউলিস উড়োজাহাজ যোগ দেয়। চার বছর আগে যুক্তরাষ্ট্র থেকে এগুলো ৬ হাজার কোটি রুপিতে কেনে ভারত।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।