ঢাকা: আফগানিস্তানের রাজধানী কাবুলে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে হামলা হয়েছে। শনিবার দুপুরের দিকে ওই হামলায় কারও হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রেসিডেন্ট নির্বাচনে ঠিক এক সপ্তাহ আগে নির্বাচন কমিশনে হামলার ঘটনা ঘটলো। নির্বাচনের সময় ঘনিয়ে আসায় আফগানিস্তানে রাজধানীসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসী হামলার ঘটনা বাড়ছে।
নির্বাচন কমিশনের মুখপাত্র নূর মোহাম্মদ নূর হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, আমরা আইসি (ইন্ডিপেন্ডেন্ট নির্বাচন কমিশন) চত্বরের ভেতরে দুটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছে, এখনও গুলির শব্দ শোনা যাচ্ছে। তবে লোকজন নিরাপদ কক্ষে রয়েছেন। ’
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সিদিক সিদিক্কি বলেছেন, প্রাথমিক তথ্যে দেখা গেছে, একটি ভবন দখল নিয়ে তিন থেকে চারজন হামলাকারী আইইসি কার্যালয়ে গুলি ছুড়ছে।
শুক্রবার তালেবান জঙ্গিরা কাবুলে যুক্তরাষ্ট্রের স্থলমাইনবিরোধী একটি দাতব্য সংস্থার গেস্ট হাউজে হামলা চালায়। এ হামলায় দুজন নিহত হয়। চলতি বছর চতুর্থবারের মতো বিদেশিদের লক্ষ্য করে শুক্রবার হামলা হয়।
নির্বাচন বানচাল করতে অঙ্গীকার করেছে তালেবান। এ জন্য তারা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর হামলার হুমকি দিয়েছে। ভোটারদের ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য সতর্ক করে দিয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৪