ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আবারও বহিষ্কৃত হলেন যশবন্ত সিং

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৪
আবারও বহিষ্কৃত হলেন যশবন্ত সিং

ঢাকা: মনোনয়নপত্র প্রত্যাহার না করায় বিজেপি থেকে বহিষ্কৃত হলেন যশবন্ত সিং (৭৬)। তবে এবার ছয় বছরের জন্য দল থেকে বহিষ্কৃত হলেন তিনি।



তিনি রাজস্থানের বার্মার এলাকা থেকে আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। শনিবার ছিল প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন।

এর আগে ২০০৯ সালে একবার দল থেকে বহিষ্কৃত হন যশবন্ত সিং। তবে বিজেপির আরেক বর্ষীয়ান নেতা এলকে আদভানির মধ্যস্থতায় ১০ মাসের মাথায় দলে ফেরেন।

মোহাম্মদ আলী জিন্নার প্রশংসা করে একটি বই লিখে সে সময় তোপের মুখে পড়েন তিনি।

প্রার্থীতা প্রত্যাহ‍ার না করলে এমন কিছু ঘটতে পারে বলে শুক্রবার ইঙ্গিত দিয়েছিলেন বিজেপি প্রধান রাজনাথ সিং। এর মাত্র একদিনের মাথায় বহিষ্কৃত হলেন এ নেতা।

সর্বশেষ লোকসভা নির্বাচনে পশ্চিম বঙ্গের দার্জিলিং থেকে অংশগ্রহণ করে জয়লাভ করেন যশবন্ত সিং।

এক সপ্তাহ আগে কংগ্রেস ত্যাগকরা নেতা কর্নেল সোনারাম চৌধুরীকে দলটি ওই আসনের জন্য মনোনীত করে। এরপর দল থেকে যশবন্ত সিংকে প্রার্থীতা প্রত্যাহারের নির্দেশ দিলে তিনি তা অমান্য করেন।

এর আগে একই অভিযোগে দল থেকে বহিষ্কৃত হন বিজেপির আরেক নেতা সুভাষ মাহারিয়া। বাজপেয়ী সরকারের আমলে মিনিস্টার অব স্টেট ফর রুরাল ডেভেলপমেন্টের দায়িত্ব পালন করেন মাহারিয়া।

বাংলাদেশ সময়: ০৪৩৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।