ঢাকা: রোববার তুরস্কে অনুষ্ঠিত হচ্ছে স্থানীয় নির্বাচন। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন দেশটির ৫ কোটিরও বেশি ভোটার।
দেশটির চলমান উত্তাল রাজনৈতিক পরিস্থিতিতে এ নির্বাচনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
আর এ নির্বাচন দুর্নীতিতে অভিযুক্ত ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) সরকারের জন্য অগ্নিপরীক্ষার মতো।
বিশেষ করে একেপি’র বিরুদ্ধে দুর্নীতি ও জাতীয় নিরাপত্তার মতো স্পর্শকাতর বিষয়ে তথ্য ফাঁসের যে অভিযোগ উঠেছে দলটিকে ভালোভাবেই নাড়া দিয়েছে।
মনে করা হচ্ছে, এ নির্বাচনের ফলাফলেই স্পষ্ট হবে দীর্ঘ ১২ বছর ধরে ক্ষমতায় থাকা আধুনিক ইসলামপন্থী একেপি’র প্রতি জনগণের আস্থা কতটুকু রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৪