ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পারভেজ মোশাররফের রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৪
পারভেজ মোশাররফের রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন পারভেজ মোশাররফ

ঢাকা: পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযোগ গঠন করেছেন দেশটির একটি বেসামরিক আদালত। বলা হচ্ছে, দেশটির এই প্রথম কোনো সেনাপ্রধান এ ধরনের বিচারের মুখোমুখি হচ্ছেন।



মোশাররফের বিরুদ্ধে অবৈধভাবে সংবিধান স্থগিত করা এবং ২০০৭ সালে জরুরি অবস্থা জারির অভিযোগ রয়েছে।

তবে, নিজের বিরুদ্ধে আনীত অভিযোগ সবসময়ই মোশাররফ অস্বীকার করেছেন এবং তিনি দাবি করে আসছেন, এ ধরনের অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

আইনজীবীরা বলছেন, দোষী সাব্যস্ত হলে সাবেক এ সামরিক শাসকের মৃত্যুদণ্ড হতে পারে।

২০০১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত দেশের শাসন আসনে চেপে বসা মোশাররফই পাকিস্তানের এতো দীর্ঘ সময়ের রাষ্ট্রপ্রধান ছিলেন।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।