ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

পারভেজ মোশাররফকে হত্যা চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৪, এপ্রিল ৩, ২০১৪
পারভেজ মোশাররফকে হত্যা চেষ্টা

ঢাকা: পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে লক্ষ্য করে বোমা হামলা হয়েছে। তবে বোমাটি লক্ষ্যভ্রষ্ট হয়েছে।



পাকিস্তানের পুলিশ এক কর্মকর্তার বরাত দিয়ে ডন অনলাইন জানায়, বৃহস্পতিবার মোশাররফ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যাচ্ছিলেন। তার গাড়িবহর ফাইজাবাদ নামক একটি সেতু পার হওয়ার সঙ্গে সঙ্গেই শক্তিশালী বোমাটি বিস্ফোরিত হয়।

আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব কার্ডিওলজি হাসপাতাল থেকে চিকিৎসা শেষে সাবেক এই সেনা প্রধান ইসলামাবাদে তার খামারবাড়িতে যাচ্ছিলেন।

পত্রিকাটি জানায়, ফুটপাতের পাইপলাইনের কাছে ৪-৬ কিলোগ্রাম ওজনের বোমাটি পুঁতে রাখা হয়েছিল। বিস্ফোরণে এক ফুটের মতো গভীরতার ‍সৃষ্টি হয়।

মোশাররফের মুখপাত্র  আশিয়া ইশহাক জানায়, সাবেক প্রেসিডেন্ট মোশাররফ ভালো আছেন। নিরাপদে বাড়িতে পৌছেছেন।

তাৎক্ষণিকভাবে কেউই এ হামলার দায় স্বীকার করেনি। এর আগে মোশাররফের ওপর কয়েক দফা হামলা হলেও তিনি প্রাণে বেঁচে যান। গত বছর দেশে ফিরলে তালেবান তাকে হত্যার হুমকি দেন।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৪   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।