ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন সরকারকে ভুল তথ্য দিত সিআইএ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৪
মার্কিন সরকারকে ভুল তথ্য দিত সিআইএ ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ মার্কিন সরকারকে ভুল তথ্য দিয়ে বারবার বিভ্রান্ত করেছে। সিআইএ তার জিজ্ঞাসা পদ্ধতির কার্যকারিতা ও ভয়াবহতা নিয়ে সরকারকে দীর্ঘদিন ধরে ভুল তথ্য দিয়ে আসছে।

যুক্তরাষ্ট্রের সিনেটের এক প্রতিবেদনের বরাতে ওয়াশিংটন পোস্ট এ তথ্য জানায়।

সিনেট ইনটেলিজেন্স কমিটি দীর্ঘ অনুসন্ধান করে সিআইএ সম্পর্কে এ প্রতিবেদন দিয়েছে। ২০০৯ সাল থেকে সিআইএ এর ওপর নজর রাখছিলেন ওই কমিটি।

মঙ্গলবার কমিটি এ প্রতিবেদনের জনসাধারনের জন্য সংক্ষেপিত রূপ কি হতে পারে তা ঠিক করতে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাত করবে।

সিনেট জানায়, সিআইএ কয়েদিদের জেরা করার জন্য গোঁপন ‘ব্লাক সাইট’ ব্যবহার করত যা অননুমোদিত। এর মধ্যে রয়েছে বরফ জলে কয়েদিদের চুবানো এবং দেয়ালে আঘাত করা করে মাথা থেতলে দেওয়া। সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সময়কাল থেকে এসব কার্যক্রম চলছে।

গোঁপন এসব কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত কয়েকজন গোয়েন্দা কর্মকর্তা জানান, তারা জিজ্ঞাসাবাদ কার্যক্রমকে অতিরঞ্জিত করার জন্যই এসব করতেন যাতে করে সরকারের কাছে তাদের সফলতা তুলে ধরা যায়।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।