ঢাকা: আগামী দুই থেকে পাঁচদিনের মধ্যে রাশিয়া ইউক্রেনে হামলা করতে পারে বলে আশঙ্কা করছে ন্যাটোর শীর্ষ সামরিক কমান্ডার। তিনি বলেন, অভিযান পরিচালনা করার মতো পর্যাপ্ত সৈন্য ইউক্রেন সীমান্তে মোতায়েন করে রেখেছে রাশিয়া।
বুধবার ওয়াল স্ট্রিট জার্নালকে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর জেনারেল এবং ন্যাটোর সুপ্রিম কমান্ডার জেনারেল ফিলিপ ব্রিডলভ ইউক্রেইনের পূর্ব সীমান্তে রাশিয়ার সেনা সমাবেশকে ‘চরম উদ্বেগজনক’ বলে মন্তব্য করেন।
গত মাসে ক্রিমিয়ার পার্লামেন্টে ভোটাভুটির পর ইউক্রেন থেকে পৃথক হয়ে যায় ক্রিমিয়া। এরপর থেকে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
কমান্ডার বলেন, রাশিয়া খুব স্বল্প পরিমাণে সৈন্য সরানোর কথা বললেও বাস্তবে সৈন্য ব্যারাকে ফিরিয়ে নেওয়া হচ্ছে না।
তিনি বলেন, রাশিয়ান বাহিনীর এয়ারক্রাফট, হেলিকপ্টার, ফিল্ড হাসপাতাল, ইলেকট্রনিক ওয়ারফেস নিয়ে প্রস্তুত রয়েছে।
তিনি আরো বলেন, রুশ সেনারা ক্রিমিয়ায় যাতায়াত করতে একটি ল্যান্ড করিডোরের জন্য দক্ষিণ ইউক্রেইনে অভিযান চালাতে পারে। আবার দখলে নেয়া ক্রিমিয়াকে ইউক্রেইনের কৃষ্ণ সাগর অঞ্চলের ওডেসা বন্দর পর্যন্ত সম্প্রসারণ করতে পারে।
গতকাল ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে রাশিয়ার সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৪