ঢাকা: পেরিয়ে গেছে দীর্ঘ ২৪ ঘণ্টা। ক্ষুধা-তৃষ্ণার যেন কোনো বালাই নেই।
হাতি-মায়ের এমন সন্তানপ্রেমের সাক্ষী হয়ে থাকলেন পশ্চিমবঙ্গের বাঁকুড়ার মেজিয়া রেঞ্জের বাঘমারা স্রোত এলাকার বাসিন্দারা।
তারা জানান, সম্ভবত নির্ধারিত সময়ের আগেই হাতির শাবকটি ভূমিষ্ঠ হয়েছিল। শারীরিক দুর্বলতার কারণে ভূমিষ্ঠ হওয়ার কিছুক্ষণের মধ্যেই মারা যায় সদ্যজাত শাবকটি। কিন্তু সন্তান বিয়োগের শোক মেনে নিতে পারেনি মা হাতি। দীর্ঘ ২৪ ঘণ্টা মৃত শাবকের দেহ আগলে রাখল পরম মমতায়।
স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, সন্তান বিয়োগে মা হাতির এমন শোকের মর্মান্তিক দৃশ্য দেখে স্থানীয় বন অধিদফতরে খবর দেন গ্রামবাসী। কিন্তু হস্তিশাবকের দেহ উদ্ধার করতে গিয়ে বিপাকে পড়তে হয় বনকর্মীদের। কাছাকাছি গেলেই মা হাতির তাড়ায় ফিরে আসতে হয় তাদের। মা হাতিকে গ্রাম ছাড়া করতে কয়েকটি ঝোপে আগুন লাগানো হয়। এমনকি হুলো ছুঁড়ে ভয়ও দেখানো হয়। কিন্তু মৃত সন্তানের দেহ ছেড়ে এতটুকু পিছু হটেনি মা। শেষ পর্যন্ত বনকর্মীদের হাজারো চেষ্টা ব্যর্থ করে সন্তানের মৃতদেহ নিয়েই পার্শ্ববর্তী পিংরুই জঙ্গলে ঢুকে যায় মা হাতি।
বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৪