ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হত্যার ষড়যন্ত্র মামলায় আসামি নয় মাসের শিশু!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৪
হত্যার ষড়যন্ত্র মামলায় আসামি নয় মাসের শিশু!

ঢাকা: পাকিস্তানে নয় মাস বয়সী এক শিশুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। একইসঙ্গে পুলিশকে ভয়-ভীতি প্রদর্শন ও রাষ্ট্রীয় কাজে বাধাদানেরও অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।



বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, লাহোরের একটি আদালতে হাজির হয়ে শিশুটিকে এ মামলায় জামিন নিতে হয়েছে।

পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ন্যাশন জানায়, লাহোরের একটি এলাকায় গ্যাস চুরিতে সন্দেহভাজন ব্যক্তিদের আটক করতে অভিযান চালানোর পর মোহাম্মদ মুসা খান নামে ওই শিশুসহ ৩০ জনেরও বেশি লোককে আসামি করে একটি মামলা দায়ের করা হয়।

যদিও স্থানীয় লোকজন বলছেন, গ্যাস চুরির অভিযোগ নয়, নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিক্ষোভ করায় স্থানীয়দের আটক করতে অভিযান চালায় পুলিশ।
 
দ্য ন্যাশন জানায়, মামলায় হাজিরা দিতে এবং জামিন নিতে শিশুটি তার বাবার কোলে চড়ে আদালতে হাজির হয়েছে। এসময় তার মুখে ছিল একটি ফিডারের বোতল।

হতবাক আদালত তাকে জামিন দিয়েছেন এবং আগামী ১২ এপ্রিল পর্যন্ত এ মামলা স্থগিত করেছেন। শিশুটির বাবাও এ মামলার আসামি।

এদিকে, নয় মাস বয়সী শিশুর বিরুদ্ধে হত্যা পরিকল্পনার অভিযোগ আনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর বেজায় চটেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ।

এ ঘটনার সত্যতা যাচাই ও মামলা তদন্তের জন্য প্রদেশের পুলিশ প্রধানকে নির্দেশ দিয়ে যারা এই মামলা দায়ের করেছে তাদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

দ্য ন্যাশন জানায়, এ ঘটনার পরপরই মামলা দায়েরকারী পুলিশের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্টকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।