ঢাকা: এশিয়ার প্রভাবশালী নেতাদের তালিকার শীর্ষে অবস্থান ধরে রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার এশিয়ান অ্যাওয়ার্ডস লিমিটেড কর্তৃক প্রকাশিত ‘১০০ মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল এশিয়ান পিপল অব ২০১৪’ শীর্ষক তালিকায় শেখ হাসিনাকে ২২তম প্রভাবশালী এশিয়ান হিসেবে দেখানো হয়।
সমাজের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের বিচারে প্রকাশিত এ তালিকার শীর্ষে রয়েছেন চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির প্রধান ও দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং।
রাজনীতি, ব্যবসা, অর্থনীতি, বিনোদন, ক্রীড়া এবং ধর্ম/দর্শন- এই ছয়টি বিভাগে গতবছর থেকে প্রভাবশালী এশিয়ানদের এই তালিকা প্রকাশ করছে এশিয়ান অ্যাওয়ার্ডস। ব্যবসায়ী পল সাগু যুক্তরাজ্যভিত্তিক এই অ্যাওয়ার্ডস প্রতিষ্ঠা করেন। ২০১০ সাল থেকে এশিয়ানদের এ সম্মাননা প্রদান করা হচ্ছে।
প্রকাশিত তালিকার দ্বিতীয় স্থানে আছেন ভারতের ক্ষমতাসীন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। তারপরেই আছেন চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং। তালিকার চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে আছেন যথাক্রমে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি, কংগ্রেস ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী ও ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং।
শীর্ষ সপ্তম ব্যক্তি হিসেবে তালিকায় আছেন হংকংয়ের ধকুবের স্যার লি কা শিং। অষ্টম প্রভাবশালী এশিয়ান জাতিসংঘ মহাসচিব বান কি মুন। তালিকার নবম ও দশম প্রভাবশালী এশিয়ান হলেন যথাক্রমে জাপানি প্রধানমন্ত্রী শিনঝো অ্যাবে এবং দক্ষিণ কোরিয়ান প্রধানমন্ত্রী পার্ক জুন হাই।
ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জি আছেন তালিকার ১৯তম স্থানে। আর তালিকার ১১তম স্থানে রয়েছেন পাকিস্তানের সাবেক সেনাপ্রধান আশফাক কায়ানি।
শেখ হাসিনাকে তার গত বছরের আসন থেকে সরিয়ে ২১তম স্থান দখল করেছেন ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি।
শ্রীলঙ্কান প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে আছেন তালিকার ৩৪তম স্থানে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছেন ৪২তম স্থানে।
ভারতের সমাজকর্মী আন্না হাজারে তালিকার ৪৬তম স্থানে। বলিউডি চলচ্চিত্রের শাহেনশাহ অমিতাভ বচ্চন আছেন ৬৩তম স্থানে। দেশটির দক্ষিণী চলচ্চিত্রের রাজা রজনীকান্ত ৬৬তম প্রভাবশালী এশিয়ান। পারফেকশনিস্ট আমির খান হলেন ৬৮তম প্রভাবশালী এশিয়ান। তালিকায় ক্রিকেটের বিস্ময়বালক শচীন টেন্ডুলকারের অবস্থান ৭৬তম। গ্লামারগার্ল ঐশ্বরিয়া রায় ৮৪তম স্থানে রয়েছেন, আর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি রয়েছেন ৯৯তম স্থানে।
বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৪