ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

কায়রোতে বিক্ষোভকারী ও মোবারকের সমর্থকদের সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৪, ফেব্রুয়ারি ২, ২০১১
কায়রোতে বিক্ষোভকারী ও মোবারকের সমর্থকদের সংঘর্ষ

কায়রো: মিশরের রাজধানী কায়রোর তাহরির স্কয়ারে সরকার বিরোধী মিছিলে দেশটির প্রেসিডেন্ট হোসনি মোবারকের সমর্থক ও বিরোধীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। বুধবার সংঘর্ষের এ ঘটনা বার্তাসংস্থা এএফপির এক সাংবাদিক এ তথ্য জানিয়েছেন।



এ সময় উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে বলেও জানা যায়। সংঘর্ষের ঘটনায় প্রায় ১০ জন আহত হন বলে ওই সাংবাদিক জানিয়েছেন। তবে সেনাবাহিনী এতে হস্তক্ষেপ করেনি।  

মিশরে চলমান সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেওয়া মোহাম্মদ জুমুর (৬৩) এএফপিকে বলেন, ‘মোবারকের এনডিপির (ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি) কর্মী ও সাদা পোশাকের পুলিশ বিদ্রোহ দমনে এ স্থানে হামলা করে। ’

বেশ কয়েকটি দল এ সংঘর্ষে অংশ নেয় এবং অনেককে লাঠি ব্যবহার করতে দেখা যায়।

এর আগে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বিক্ষোভকারীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানায় সেনাবাহিনী। কিন্তু শুক্রবার আরও বড় আকারের বিক্ষোভের পরিকল্পনার কথা উল্লেখ করে এ প্রস্তাব প্রত্যাখ্যান করে বিক্ষোভকারীরা। এর কিছুক্ষণ পরেই সরকার সমর্থকদের সঙ্গে বিক্ষোভকারীদের ভয়াবহ সংঘর্ষের  ঘটনা ঘটে।

গভীর রাতের ভাষণে হোসনি মোবারক তিন দশকের শাসনের পর সেপ্টেম্বরে আসন্ন নির্বাচনে আবারও প্রতিদ্বন্দিতা না করার অঙ্গীকার করেন। একইসঙ্গে প্রেসিডেন্ট মনোনয়ন ব্যবস্থা সহজ করার কথাও জানান। তার এ ভাষণের পরই সেনাবাহিনীর পক্ষ থেকে জনগণের প্রতি এ আহ্বান জানানো হয়।

তবে ভাষণে প্রেসিডেন্ট তাৎক্ষণিকভাবে তার পদ থেকে সরে দাঁড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করেন। কিন্তু এটিই প্রতিবাদকারীদের প্রধান দাবি এবং এ দাবির বাস্তবায়নে বুধবার নবম দিনের মত লাখ লাখ মিশরীয় রাস্তায় অবস্থান নিয়েছেন।  

এ লক্ষ্যে বিক্ষোভকারীরা শুক্রবার বড় আকারের বিক্ষোভের পরিকল্পনা করেছেন এবং একে তারা অভিহিত করছেন ‘প্রস্থান দিবস’ নামে।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।