ঢাকা: পাকিস্তানের সাবেক রাজধানী রাওয়ালপিন্ডিতে বোমা বিস্ফোরণে ২৩ জন নিহত এবং ৩৯ জন আহত হয়েছেন। তবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
বুধবার সকালে শহরটির ফল বাজারে বোমা বিস্ফোরিত হলে এ হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, সকালে ফল বাজারে যখন জনসমাগম ঘটেছে, তখনই পেয়ারা রাখা একটি ঝুড়িতে বোমার বিস্ফোরণ ঘটে।
পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের উপউপাচার্য ড. জাভেদ আকরাম কাজী হতাহতের ঘটনাটির সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন।
ঘটনাস্থল থেকে সেনাবাহিনীর সদর দফতর বেশ খানিকটা দূরে। তবে হামলার কারণ কেউ জানাতে পারেননি।
এদিকে, বোমা হামলার দায় কেউ স্বীকার করেননি। ১০ এপ্রিল পর্যন্ত তালেবানের সঙ্গে শান্তি আলোচনা বলবৎ থাকায় কারা এ ঘটনা ঘটাতে পারে, তা কেউ বলতে পারছেন না।
অপরদিকে, সংবাদমাধ্যম বলছে, পাকিস্তানে বিভক্ত অনেক জঙ্গি গোষ্ঠী রয়েছে। তাদের কোনো একটি গোষ্ঠী হয়ত বোমা হামলা করতে পারে।
বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৪