ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতে টেলিকম কেলেংকারী

এ রাজা ও তার দুই সহযোগী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৪, ফেব্রুয়ারি ২, ২০১১
এ রাজা ও তার দুই সহযোগী গ্রেপ্তার

নয়াদিল্লি: জোরপূর্বক পদত্যাগের তিনমাস পর ভারতের সাবেক যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী এ রাজাকে টেলিকম কেলেংকারীর ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। খবর আইএএনএসের।



দ্বিতীয় প্রজন্মের (টুজি) ফোন সেবার জন্য তরঙ্গ বরাদ্দ দেওয়ার ঘটনায় তিনি জড়িত রয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে, এটি এ পর্যন্ত ভারতের সবচেয়ে দুর্নীতির কেলেংকারী হিসেবে বিবেচনা করা হচ্ছে।

কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) এ রাজা ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা স্পেকট্রাম বরাদ্দ দিতে তারা তাদের দপ্তরের অপব্যবহার করেছেন। এছাড়া অবৈধ উপায়ে তারা সম্পত্তি কুক্ষিগত করেছেন বলেও অভিযোগ করা হয়েছে। সিবিআইয়ের মহাপরিদর্শক অনুরাগ তাদের গ্রেপ্তারের কথা স্বীকার করেছেন।

ক্ষমতাসীন ইউপিআই জোটের অন্যতম ডিএমকের জেষ্ঠ্য নেতা এ রাজা। আরও দুইজনের মধ্যে টেলিকম এবং এ রাজার মন্ত্রণালয়ের দুই সচিব রয়েছেন।

বিরোধী দল বিজেপি জানিয়েছে, তাদের অনুমানই সত্য হলো। তবে অনেক কম ও খুব দেরি হয়েছে বলেও সমালোচনা করা হয়েছে। রাজাকে কেন দীর্ঘসময় ধরে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল তাতে বিস্ময় প্রকাশ করেছেন বিজেপি নেতা রাজিব প্রতাপ রুডি।

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।