ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চিলিতে আগুনে ১১ জনের মৃত্যু, বাস্তুহারা ৩ সহস্রাধিক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৪
চিলিতে আগুনে ১১ জনের মৃত্যু, বাস্তুহারা ৩ সহস্রাধিক ছবি: সংগৃহীত

ঢাকা: চিলির বন্দর নগরী ভ্যালপ্যারাইসোতে দাবানলে সৃষ্ট আগুনে পুড়ে গেছে পাঁচ শতাধিক বাড়িঘর।

‍বাংলাদেশ সময় রোববার রাত ৮টা পর্যন্ত আগুনে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এছাড়া, আগুনের ধোঁয়ায় অনেকেই অসুস্থ্য হয়ে পড়েছেন।

প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেট দেশে জরুরী অবস্থা জারি করেছেন। শহর থেকে লোকজনকে নিরাপদ স্থানে নিতে সেদেশের সেনাবাহিনীকে দায়িত্ব দিয়েছেন তিনি।  

আগুনের শিখা থেকে বাঁচতে হাজার হাজার মানুষ শহর ছেড়ে গেছে। এতে বাস্তুহারা হয়েছেন কমপক্ষে তিন সহস্রাধিক।

আগুনের কারণে নগরের অন্য অংশও বিদ্যুৎ ও পানি বিহীন হয়ে পড়েছে। এতে নগরের ২৭ লাখ মানুষ রয়েছেন চরম দুর্ভোগে।

ভ্যালপ্যারাইসোর নগরের মেয়র জর্জ ক্যাস্ট্রো চিলির রাষ্ট্রীয় টেলিভিশনে জানান, শহর ছেড়ে যাওয়া মানুষদের জন্য সহস্রাধিক আশ্রয় কেন্দ্র তৈরি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।