ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অন্ধ্রপ্রদেশে টিডিপি-বিজেপি সমঝোতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৪
অন্ধ্রপ্রদেশে টিডিপি-বিজেপি সমঝোতা চন্দ্রবাবু নাইডু ও নরেন্দ্র মোদি

ঢাকা: দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশের প্রভাবশালী রাজনীতিক চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বাধীন তেলুগু ডেসাম পার্টির (টিডিপি) সঙ্গে সব ধরনের দূরত্ব ঘুচিয়ে জোটভুক্ত হয়ে কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

বিজেপির মুখপাত্র প্রকাশ যাভাদেকারের উদ্ধৃতি দিয়ে বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, চলমান ১৬তম জাতীয় সংসদ (লোকসভা) নির্বাচনে ওই রাজ্যের একটি আসন নাইডুকে ছেড়ে দিয়েছে বিজেপি।



অন্ধ্রপ্রদেশে জাতীয় ও রাজ্যের নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নেয় রাজনৈতিক দলগুলো। তবে এবার কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নাইডুর অস্বীকৃত শ্যালিকা পুরানেশ্বরীকে দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়।

এনিয়ে ব্যক্তিগত সম্পর্কে টানাপোড়েনসহ জোটের সঙ্গে নাইডুর তেলুগু ডেসামের দূরত্ব সৃষ্টি হয়। এছাড়া, নির্বাচনে দুর্বল প্রার্থী ঘোষণার জন্য বিজেপিকে প্রকাশ্যেই দোষেন নাইডু।

তিনি বলেন, অযোগ্য প্রার্থী দেওয়ায় নির্বাচনে জোটের প্রার্থীকে ভোটাররা প্রত্যাখ্যান করবে।

তবে, শেষ পর্যন্ত সমঝোতার ভিত্তিতে নাইডুকে প্রার্থী দেওয়ায় বিজেপি জোটের লাভ হওয়ার সম্ভাবনাই বেশি।

বিশ্লেষকরা বলছেন, তেলুগু ডেসামের প্রধান নাইডুকে নির্বাচনে সর্বোচ্চ আসন জেতার পূর্বাভাস দিয়েছেন দলের তৃণমূলের নেতাকর্মীরা।

তার দল ও জোটের ভাল ফলাফলের অনেকগুলো কারণের মধ্যে উল্লেখযোগ্য হলো, সম্প্রতি অন্ধ্রপ্রদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যে নতুন রাজ্য তেলেঙ্গনা গঠিত হয়েছে তার বিরুদ্ধে ছিলেন নাইডু। সে হিসেবে অন্ধ্রপ্রদেশের স্থানীয় লোকজনের আস্থা থাকছে তেলুগু ডেসাম প্রধানের প্রতিই।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।