ঢাকা: ফেসবুক ব্যবহারে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারতের নাম। বুধবার দেশটি ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বলে ফেসবুক কর্তৃপক্ষ জানায়।
দেশটিতে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ১০ কোটিতে পৌঁছেছে। ফেসবুক ব্যবহারকারীর তালিকায় প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।
ভারতে মোবাইল ইন্টারনেট সুবিধার কারণে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ক্রমাগত বাড়ছে বলে জানান ফেসবুক ভারতের প্রধান কেভিন ডি’সুজা।
তিনি বলেন, ভারতে প্রতিমাসে সক্রিয় ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা দাঁড়ালো ১০ কোটিতে।
আমাদের লক্ষ্য এ সংখ্যা একশ’ কোটিতে নিয়ে যাওয়া, বলেন বিশ্বব্যাপী ফেসবুকের প্রবৃদ্ধি বিষয়ক কর্মকর্তা জেভিয়ার অলিভান।
এদিকে, চলতি বছরই ভারত প্রথম স্থানে থাকা যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে এ সংখ্যা ১৫ কোটিতে উন্নিত করতে পারবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বিশ্বব্যাপী ১২৩ কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে থাকেন।
চার বছর আগে ফেসবুক যখন ভারতের হায়দ্রাবাদে তাদের প্রথম কার্যালয় শুরু করে তখন ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা ছিল মাত্র ৮০ লাখ।
গত ফেব্রুয়ারি মাসে ফেসবুক ১৯ বিলিয়ন ডলারে ফ্রি ম্যাসেজিং অ্যাপ হোয়াটস্ অ্যাপকে কিনে নেয়। বর্তমানে হোয়াটস্ অ্যাপ’র ব্যবহারকারীর সংখ্যা ৪৫ কোটি, যা প্রতিনিয়ত বাড়ছে।
বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, এপ্রিল ০৯, ২৯১৪