ঢাকা: অস্ট্রেলিয়ার কর্মকর্তারা দাবি করছেন, তারা দক্ষিণ ভারত মহাসাগরে নিখোঁজ মালয়েশীয় উড়োজাহাজের সম্ভাব্য নতুন সঙ্কেত পেয়েছেন।
বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার পি-৩ ওরিয়ন এয়ারক্রাফট এ সঙ্কেত পায়।
সর্বশেষ প্রাপ্ত নতুন সঙ্কত সম্পর্কে ধারনা পেতে আরো পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। তবে এ ব্যাপারে সবাই নিশ্চিত যে কোনো ‘মানব-সৃষ্ট উৎস’ থেকে সঙ্কেতটি আসেনি।
গত ৮ মার্চ এমএইচ৩৭০ ফ্লাইটি কুয়ালালামপুর থেকে চীনের বেইজিং যাত্রাকালে ২৩৯ জন যাত্রী নিয়ে নিখোঁজ হয়। একমাসের বেশি সময় ধরে চলা চলা অনুসন্ধান এখনও উড়োজাহাজটির হদিস দিতে পারেনি।
এদিকে নিখোঁজ মালয়েশীয় বিমানের ব্ল্যাকবক্স উদ্ধারে সমুদ্রে অনুসন্ধান এলাকা আরো অল্প পরিসরে করা হয়েছে।
ব্ল্যাকবক্স থেকে পাওয়া সংকেতের ওপর ভিত্তি করে দক্ষিণ ভারত মহাসাগরে এই অনুসন্ধান এলাকা আরো সুনির্দষ্ট করা হয়।
অস্ট্রেলিয়াভিত্তিক অনুসন্ধান কার্যক্রমের প্রধান অঙ্গাস হাউসটন বৃহস্পতিবার জানিয়েছেন, দূর সমুদ্র থেকে পাওয়া নতুন সংকেত আমাদের আরো আশান্বিত করেছে। আশা করি, আমরা বিমানটির ধ্বংসাবশেষ শিগগিরই উদ্ধার করতে সক্ষম হবো।
বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৪