ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

মিশরে বিক্ষোভ

তাহরির স্কোয়ারে আরো তিন লাশ, আহত ছয় শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৫১, ফেব্রুয়ারি ৩, ২০১১
তাহরির স্কোয়ারে আরো তিন লাশ, আহত ছয় শতাধিক

কায়রো: মিশরের রাজধানী কায়রোতে সরকার বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে প্রেসিডেন্ট হোসনী মোবারক সমর্থকদের সংঘর্ষ অব্যাহত রয়েছে। বুধবার এ সংঘর্ষ আরো ভয়াবহ রূপ নেয়।

এতে তিন জন নিহত  ও ছয় শতাধিক আহত হন।

নগরীর তাহরির স্কোয়ারে বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরের জবাবে গুলি চালায় সরকার সমর্থক বাহিনী।

এর আগে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বিক্ষোভকারীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানায় সেনাবাহিনী। কিন্তু শুক্রবার আরও বড় আকারের বিক্ষোভের পরিকল্পনার কথা উল্লেখ করে এ প্রস্তাব প্রত্যাখ্যান করে বিক্ষোভকারীরা। এর কিছুক্ষণ পরই সরকার সমর্থকদের সঙ্গে বিক্ষোভকারীদের ভয়াবহ সংঘর্ষের  ঘটনা ঘটে।

প্রসঙ্গত, মিশরের সরকার বিরোধীরা প্রেসিডেন্ট হোসনী মোবারকের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছে।

জাতিসংঘের হিসেবে, সপ্তাহকালেরও আগে এ সংঘর্ষ শুরুর পর  থেকে এ পর্যন্ত প্রায় তিনশ’ প্রাণহানির ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ১৪৪০, ফেব্রুয়ারি ৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।