ঢাকা: হলফনামায় বিবাহিত উল্লেখ করায় বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দিয়েছে কংগ্রেস।
গতকাল নির্বাচনী হলফনামায় প্রথমবারের মতো যশোদাবেনকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দেয় মোদি।
কংগ্রেস নেতা কপিল সিবাল জানান, আমরা কমিশনের কাছে অভিযোগ দিয়েছি। লোকসভা নির্বাচনের হলফনামায় মোদি উল্লেখ করেছে তিনি বিবাহিত। এর আগে কোনো হলফনামায় মোদি যে বিবাহিত এটা বলেননি। এতে প্রমাণিত হয় আগের হলফনামার তথ্যগুলো ভুল ছিল।
বৃহস্পতিবার প্রথমবারের ভাদোদারায় লোকসভা নির্বাচনে হলফনামা দাখিলের সময় মোদি প্রথমবারের মতো বিবাহিত বলে ঘোষণা দেন। এর আগে হলফনামা ঘরটি মোদি খালি রাখত।
কংগ্রেস কমিশনের কাছে অভিযোগ করে, এটা মোদির কোনো ব্যক্তিগত ইস্যু নয়, একটি লিগ্যাল ইস্যু। আইনে বাধ্যবাধকতা থাকলেও মোদি আগের হলফনামাগুলোতে বিবাহিত এটা উল্লেখ করেননি।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৪