ঢাকা: ২০১৩ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার আয় কমে গেছে। নিজের লেখা বইয়ের কাটতি পড়ে যাওয়াই এর কারণ বলে জানা গেছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের আয়কর বিভাগে ওবামার দাখিল করা আয়কর প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ হয়।
তবে ২০১৩ সালে ওবামা আগের থেকেও বেশি হারে আয়কর পরিশোধ করেছেন। নিজের করা আইনের কারণেই কম আয়েও বেশি হারে আয়কর পরিশোধ করতে হয়ে তাকে।
সম্প্রতি ধনীদের কর আরও বৃদ্ধি করে আইন প্রণয়ন হয় যুক্তরাষ্ট্রে। যার মূল অনুঘটক ছিলেন ওবামা নিজে।
আয়কর প্রতিবেদনের তথ্য অনুযায়ী, পূর্বের ৬ লাখ ৮ হাজার ৬১১ মার্কিন ডলার থেকে ২০১৩ সালে ওবামার আয় কমে দাঁড়িয়েছে ৪ লাখ ৮১ হাজার ৯৮ মার্কিন ডলারে।
প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই ওবামার লেখা বই ‘ড্রিমস ফ্রম মাই ফাদার’ ও ‘অডাসিটি অব হোপ’ বই দু’টি যুক্তরাষ্ট্র এবং এই বাইরে মারমার-কাটকাট ব্যবসা করে।
বই দু’টি প্রকাশের বছরে ওবামার আয় ছিলো প্রায় ৫ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার, যার অধিকাংশই এসেছিলো এর আয় থেকে।
আয়কর প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৩ সালে ওবামা ও তার স্ত্রী ৩২টি দাতব্য সংস্থায় দান করেছেন ৫৯ হাজার ২৫১ কোটি মার্কিন ডলার । সামরিক বাহিনীর দুঃস্থ পরিবারগুলোকে সহায়তা দেয় এমন দাতব্য প্রতিষ্ঠানগুলোতেই বেশি গেছে তাদের অনুদানের অর্থ।
২০১৩ সালে ওবামা ও ফার্স্ট লেডি মিশেল মিলে ফেডারেল আয়কর বিভাগে ৯৮ হাজার ১৬৯ মার্কিন ডলার এবং নিজেদের রাজ্য ইলিনয়ে ২৩ হাজার ৩২৮ মার্কিন ডলার আয়কর পরিশোধ করেন।
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৪