ঢাকা: ভারতে নির্বাচনী কর্মকর্তাদের ওপর মাওবাদী সন্ত্রাসীদের পৃথক দু’টি হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও পাঁচজন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন।
শনিবার ছত্রিশগড় রাজ্যে নির্বাচনী দায়িত্বরত অবস্থায় তাদের ওপর পৃথকভাবে এ হামলা চালানো হয়।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম পিটিআই এ খবর জানায়।
বেসরকারি সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, প্রথমে রাজ্যের বিজাপুর জেলায় এ হামলা চালানো হয়। নির্বাচনী কর্মকর্তাদের বহনকারী একটি বাসকে লক্ষ্য করে ভূমিতে পেতে রাখা একটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে বাসের পাঁচ নির্বাচনী কর্মকর্তা, বাসের চালক ও হেলপার নিহত হয়। আহত হয় আরও ৩ জন।
এরপর রাজ্যের দর্ভ উপত্যকায় দ্বিতীয় দফা হামলা চালানো হয়। বিস্ফোরক দ্রব্যবাহী একটি অ্যাম্বুলেন্স বিস্ফোরিত হলে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) পাঁচ জওয়ান নিহত ও আরও অন্তত ৬ জন আহত হন।
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৪/আপডেট: ১৫২৭ ঘণ্টা