ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সলোমোন দ্বীপপুঞ্জে ৭.৬ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৪
সলোমোন দ্বীপপুঞ্জে ৭.৬ মাত্রার ভূমিকম্প

ঢাকা: প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ সলোমোন দ্বীপপুঞ্জে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হনেছে। শনিবার স্থানীয় সময় সকাল ৭টা ১৪ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির রিখটার স্কেলে তীব্রতা ছিল ৭ দশমিক ৬ মাত্রা।

তবে এ ঘটনায় কোনো সুনামি সতর্কতা দেওয়া হয়নি এবং তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, সলোমোন দ্বীপপুঞ্জের রাজধানী হোনিয়ারার ৩০০ কিলোমিটার দূরে সমুদ্রপৃষ্ঠের ২৯ কিলোমিটার গভীরে আঘাত হানে ভূমিকম্পটি। এর তীব্রতায় রাজধানীসহ পুরো দ্বীপপুঞ্জ কেঁপে ওঠে। শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানার ১০ মিনিট পর ৫ দশমিক ৯ মাত্রার আরও একটি কম্পন রেকর্ড করা হয়।

ভূমিকম্পের পর ‘গ্রিন এলার্ট’ (সবুজ সংকেত) জারি করেছে স্থানীয় প্রশাসন। এ সংকেতের অর্থ হচ্ছে ভূমিকম্পে সামান্য পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে।

হোনিয়ারা প্রদেশের বাসিন্দা দোরোথি উইকহাম জানান, সমুদ্র তীরবর্তী নিম্নাঞ্চল থেকে লোকজনকে নিরাপদে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। ভূমিকম্পের পর সমুদ্রে বড় বড় উচ্চতায় ঢেউ আঘাত হানছে।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।