ব্রাসেলস: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বৃহস্পতিবার মিশরের সরকারের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেছে, সহিংস হামলাকারীদের বিচারের মুখোমুখি করতে হবে। খবর এএফপির।
ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাশটন বৃহস্পতিবার সকালের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, সরকার তার জনগণের কল্যাণ ও নিরাপত্তার জন্য দায়ী। যারা হতাহতের ঘটনার জন্য দায়ী তাদের বিচারের মুখোমুখি করতে হবে। ’
অ্যাশটন বলেন, ইইউ একটি জোরালো বার্তা মিশরীয় কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে এবং একইসঙ্গে সশস্ত্র লোকজনের হামলার ঘটনায় ব্যাপক উদ্বেগ প্রকাশ করেছে।
তিনি একইসঙ্গে সাংবাদিকদের ভীতি প্রদর্শন ও তাদের ওপর হামলার ঘটনায় অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন।
মিশরের সরকার অবশ্য এ সংঘর্ষের ঘটনায় তদন্ত করা হবে বলে রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী আহমেদ শফিককে উদ্ধৃত করে এ কথা বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১১