ঢাকা: চিলির বন্দর নগরী ভ্যালপ্যারাইসোর পাঁচ শতাধিক বাড়িঘর দাবানলে সৃষ্ট আগুনে পুড়ে গেছে।
প্রচণ্ড বাতাসে আগুন প্রতিনিয়ত বাড়ছে।
প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেট শহর থেকে লোকজনকে নিরাপদ স্থানে নিতে সেদেশের সেনাবাহিনীকে দায়িত্ব দিয়েছেন।
বাংলাদেশ সময় রোববার বিকেল ৩টা পর্যন্ত আগুনে দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া, আগুনের ধোঁয়ায় অনেকেই অসুস্থ্য হয়ে পড়েছেন।
এছাড়া, নগরের বেশিরভাগ অংশই বিদ্যুৎ বিহীন হয়ে পড়েছে।
ভ্যালপ্যারাইসোর নগরের মেয়র জর্জ ক্যাস্ট্রো চিলির রাষ্ট্রীয় টেলিভিশনে জানান, শহর ছেড়ে যাওয়া মানুষদের জন্য সহস্রাধিক আশ্রয় কেন্দ্র তৈরি করা হয়েছে।
ক্যাস্ট্রে আরো জানান, এই মুহূর্তে ভ্যালপ্যারাইসো নগরী বিদ্যুৎ বিহীন অবস্থায় আছে। আগুনের শিখা বাড়ছে। আর এটা অনেকটা নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। সমুদ্র থেকে আসা বাতাসে আগুন নিয়ন্ত্রণ প্রক্রিয়া বাধার মুখে পড়ছে। এতে আগুন পাশের এলাকার দিকে ছড়িয়ে পড়ছে।
গুইলারমো ডি মাজা নামে একজন সরকারি কর্মকর্তা জানান, আবহাওয়া সম্পূর্ণ প্রতিকূল। তাই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছেনা। শহর থেকে মানুষ সরিয়ে নেওয়াকে এ জন্য বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৪; আপডেটেড: ১৬১৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৪