ঢাকা: আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনে আংশিক ফলাফলে সাবেক পররাষ্ট্র মন্ত্রী ড. আব্দুল্লাহ আব্দুল্লাহ এগিয়ে রয়েছেন।
রোববার সর্বশেষ প্রাপ্ত ৩৪টি প্রদেশের মধ্যে ২৬টির ফলাফলে ৪১.৯ শতাংশ ভোট পেয়ে তিনি আশরাফ গণির থেকে এগিয়ে রয়েছেন।
২৬ প্রদেশের ভোটের ফলাফলে আশরাফ গণি পেয়েছেন ৩৭.৬ শতাংশ ভোট।
গত ৫ এপ্রিলের নির্বাচনে আফগানিস্তানের ৩৪ প্রদেশে প্রায় সাত মিলিয়ন ভোট কাস্ট হয়।
পার্লামেন্টের পূর্ণাঙ্গ ফলাফল ২৪ এপ্রিল ঘোষিত হবে। কোন প্রেসিডেন্ট প্রার্থী এককভাবে ৫০ শতাংশ ভোট না পেলে দ্বিতীয় দফা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, দুরবর্তী স্থান থেকে অনেক ব্যালট বাক্স কাবুলে এখনো এসে পৌছায়নি। ভোট গণনা চলছে, প্রার্থীদের প্রাপ্ত ভোটের ব্যবধান প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। এতে ফলাফল যেকোন সময় ঘুরে যেতে পারে।
তবে, ড. আব্দুল্লাহর সমর্থকরা জয়ের ব্যাপারে অনেক আশাবাদী বলে জানা গেছে।
বাংলাদেশ সময় : ১৯০২ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৪