ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মেক্সিকোয় বাস দুর্ঘটনায় ৩৬ যাত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৪
মেক্সিকোয় বাস দুর্ঘটনায় ৩৬ যাত্রী নিহত

ঢাকা: মেক্সিকোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ভেরাক্রজে যাত্রীবাহী বাস ও লরির সংর্ঘষে কমপক্ষে ৩৬ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত ৪ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।



স্থানীয় সময় রোববার ভোর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাসটি ভেরাক্রজ প্রদেশের তাবাসকো শহর থেকে রাজধানী মেক্সিকো সিটিতে যাচ্ছিল।

মেক্সিকো সিটি থেকে ১৩৫ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভেরাক্রুজ প্রদেশের গভর্নর জ্যাভিয়ের দুয়ারতে।

দুর্ঘটনার বিষয়ে ভেরাক্রুজ কর্তৃপক্ষ জানায়, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লরিকে পেছনে থেকে বাসটি ধাক্কা দিলে এতে আগুন ধরে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে। আগুনে পুড়ে যাওয়ায় অধিকাংশ যাত্রীর পরিচয় সনাক্ত করা যাচ্ছেনা। বাসটির বেশিরভাগ যাত্রীই ছিলেন ব্যবসায়ী।

লরিটি অবৈধভাবে পার্কিংয়ের ফলে এ দুর্ঘটনা ঘটেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

এদিকে, দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এনরিক পেনা নেইতো।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।