ঢাকা: এবার মানুষের স্টেমসেল (ভ্রুণকোষ) থেকে কৃত্রিম রক্ত তৈরি করা হয়েছে এবং তা মানুষের শরীরে পরীক্ষামূলকভাবে ব্যবহার করবেন গবেষকরা।
যুক্তরাজ্যের একদল গবেষক এই কৃত্রিম রক্ত তৈরি করেছেন।
এ বিষয়ে স্কটিশ জাতীয় রক্ত পরিবহন সংস্থার মেডিকেল পরিচালক মার্ক টার্নার সংবাদমাধ্যমকে বলেন, আমরা প্রথমবারের মতো লাল রক্ত কণিকা তৈরি করেছি। এটি মানুষের শরীরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
তিনি জানান, তার নেতৃত্বে ইউনিভার্সিটি অব এডিনবার্গ পাঁচ মিলিয়ন পাউন্ড রক্ত তৈরি করছে।
মার্ক টার্নার বলেন, পরীক্ষামূলকভাবে তিন রোগীর শরীরে কৃত্রিম রক্ত ব্যবহার করা হবে। যারা থ্যালাসেমিয়ায় আক্রান্ত এবং যাদের লাল রক্তকণিকা নিয়মিত সরবরাহ করতে হয়।
তিনি জানান, এদের শরীরে পাঁচ মিলিলিটার কৃত্রিম রক্ত প্রবেশ করানো হবে। এর পর দেখা হবে,এই রক্ত মানুষের শরীরে স্বাভাবিক নিয়মে কাজ করে কিনা।
মার্ক টার্নার প্রায় ২০ বছর ধরে রক্তের ওপর গবেষণা কার্যক্রম চালিয়ে আসছেন।
তার নেতৃত্বে গবেষক দল ৪০ থেকে ৫০ শতাংশ লাল রক্ত কণিকা তৈরিতে সক্ষম হয়েছেন এবং বাকিটুকু সফল হতে মাসখানেকের মতো সময় লাগবে।
লন্ডন থেকে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) বরাত দিয়ে এনডিটিভি অনলাইন এ খবর দিয়েছে।
বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৪