নাইজেরিয়ার বন্দুকধারী একটি দল উত্তর-পূর্বাঞ্চলীয় একটি স্কুল থেকে ১০০ ছাত্রীকে অপহরণ করেছে। দেশটির বোরনো স্টেটের চিবক এলাকার স্কুলটিতে শেষরাতের দিকে অতর্কিতে ঢুকে পড়ে হোস্টেলের মেয়েদের বন্দুকের মুখে লরিতে তুলে নিয়ে যায়।
হামলাকারীরা ইসলামপন্থি জঙ্গি গ্রুপের হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই জঙ্গিরা প্রায়শই স্কুলগুলোকে তাদের টার্গেটে পরিণত করছে। এর আগে সোমবার রাজধানী আবুজায় বোমা হামলায় এই জঙ্গিদের হামলায় অন্তত ৭০ জন নিহত হয়।
উত্তর নাইজেরিয়ার এই প্রদেশটিতে স্থানীয় হাউসা ভাষায় প্রচলিত বক্তব্যই হচ্ছে- ‘পশ্চিমা শিক্ষা নিষিদ্ধ’।
বোরনো রাজ্যের এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক একটি সংবাদমাধ্যম জানিয়েছে, স্কুলটি থেকে ১০০টি মেয়েকে ধরে নিয়ে গেছে অপহরণকারীরা। তবে সঠিক সংখ্যাটি নিশ্চিত করা যায়নি, কারণ কিছু কিছু মেয়ে পালিয়ে তাদের নিজেদের বাড়িতে চলে গেছে।
বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৪