ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যৌন দাসত্বের বিরোধ নিরসনে জাপান-কোরিয়ার আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৪
যৌন দাসত্বের বিরোধ নিরসনে জাপান-কোরিয়ার আলোচনা

ঢাকা: দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জাপানের সেনাবাহিনী কর্তৃক দক্ষিণ কোরিয়ার নারীদের জোর করে যৌন কর্মে বাধ্য করানোর ঘটনায় চলমান বিরোধ নিরসনে দ্বিপাক্ষিক বৈঠকে বসছে দেশ দু’টি।

বুধবার এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, প্রথমবারের মতো দু’দেশের শীর্ষ পর্যায়ে এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ঐতিহাসিকদের মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে প্রায় দুই লাখ কোরীয় ও চীনা নারীকে যৌন কর্মে বাধ্য করেছিল জাপানি সৈন্যরা।

নির্যাতনের শিকার নারীরা ১৯৯০ সালে যৌন নৃশংসতার এ ঘটনা প্রথমবারের মতো প্রকাশ করলে চীন ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে জাপানের  বিরোধ শুরু হয়।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত নারীদের ক্ষতিপূরণ ও তাদের কাছে ক্ষমা চাওয়ার জন্য সিউল বারবার আহ্বান জানালেও তাতে অস্বীকৃতি জানিয়ে আসছে টোকিও।

বাংলাদেশ সময় : ১৩২৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।