ঢাকা: দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জাপানের সেনাবাহিনী কর্তৃক দক্ষিণ কোরিয়ার নারীদের জোর করে যৌন কর্মে বাধ্য করানোর ঘটনায় চলমান বিরোধ নিরসনে দ্বিপাক্ষিক বৈঠকে বসছে দেশ দু’টি।
বুধবার এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ঐতিহাসিকদের মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে প্রায় দুই লাখ কোরীয় ও চীনা নারীকে যৌন কর্মে বাধ্য করেছিল জাপানি সৈন্যরা।
নির্যাতনের শিকার নারীরা ১৯৯০ সালে যৌন নৃশংসতার এ ঘটনা প্রথমবারের মতো প্রকাশ করলে চীন ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে জাপানের বিরোধ শুরু হয়।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত নারীদের ক্ষতিপূরণ ও তাদের কাছে ক্ষমা চাওয়ার জন্য সিউল বারবার আহ্বান জানালেও তাতে অস্বীকৃতি জানিয়ে আসছে টোকিও।
বাংলাদেশ সময় : ১৩২৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৪