কাঠমুন্ডু: প্রধানমন্ত্রী পদে মনোনীত নেপালের মাওবাদী নেতা বৃহস্পতিবার নির্বাচনী প্রতদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন। একইসঙ্গে প্রতিদ্বন্দ্বি জালানাথ খানালকে সমর্থনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নেপালে সরকার গঠনে ১৬ বারের ব্যর্থ প্রচেষ্টা ও এ নিয়ে বড় তিন রাজনৈতিক দলের বিরোধের পর মাওবাদীদের চেয়ারম্যান পুষ্প কমল দহল বা প্রচন্ড প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান।
তার আকস্মিক এ পদত্যাগের কারণে বামপন্থী ইউএমএলের (ইউনিফাইড মার্কস্টি লেনিনিস্ট) নেতা খানালের সরকার গঠনের পথ প্রশস্থ হবে বলেই ধারণা করা হচ্ছে। গত প্রশাসনও তার নেতৃত্বেই পরিচালিত হয়।
জ্যেষ্ঠ মাওবাদী নেতাদের সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেন প্রচন্ড। পরে সংসদে এক অধিবেশনে এ বিষয়ে ঘোষণা দেন এবং বলেন, ‘রাজনৈতিক অচলাবস্থা দূর করতে আমরা এ ত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। ’
‘একইসঙ্গে জনগণের ইচ্ছা অনুযায়ী নতুন সরকার ও সংবিধান গঠনে জালানাথ খানালকে সমর্থনেরও সিদ্ধান্ত নিয়েছি। ’
মাওবাদীদের সমর্থনের মধ্য দিয়ে খানালের প্রধানমন্ত্রী পদে জয় এখন প্রায় নিশ্চিত। গত বছরের জুনে মাধব কুমার নেপাল পদত্যাগ করার পর থেকে এ পদ শূন্য আছে।
তবে খানালের সম্ভাব্য প্রশাসন সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
বাংলাদেশ সময়: ২০১৯ ঘন্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১১