ঢাকা, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

মহাকাশ ক্ষেপণাস্ত্র বিষয়ে চীন যুক্তরাষ্ট্রের বিরোধ: উইকিলিকস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০১, ফেব্রুয়ারি ৩, ২০১১
মহাকাশ ক্ষেপণাস্ত্র বিষয়ে চীন যুক্তরাষ্ট্রের বিরোধ: উইকিলিকস

লন্ডন: ‘স্টার ওয়ারস’ নামের গোপন অস্ত্র প্রতিযোগিতায় বিগত কয়েক বছরের মধ্যে চীনের বিরুদ্ধে সামরিক হামলা করা হবে বলে হুমকী দেয় মার্কিন যুক্তরাষ্ট্র । অতি সম্প্রতি উইকিলিকস গোপন এ তথ্য ফাঁস করে।



বৃহস্পতিবার উইকিলিকসের বরাত দিয়ে ব্রিটেনের দৈনিক দ্য টেলিগ্রাফ এসব তথ্য প্রকাশ করে।

পরমাণু শক্তিধর এই দেশ দুটি ক্ষমতা প্রদর্শনের অংশ হিসেবে নিজস্ব ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তাদের উপগ্রহ ভূপাতিত করেছে বলেও এতে জানানো হয়।

কিন্তু মহাকাশে চীনের এ তৎপরতায় ুব্দ মার্কিন সরকার বেইজিং বিরত না হলে দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপেরও হুমকী দেয়।     

কিন্তু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি কিনটনের প্রতিবাদ সত্ত্বেও চীন গত বছর পরমাণু পরীক্ষা চালায় বলে গোপন নথি সূত্রে জানা যায়।

হোয়াইট হাউসকে বিচলিত করার উদ্দেশ্যে ২০০৭ সালে চীন পৃথিবীর ৫৩০ মাইল উপরের একটি আবহাওয়া উপগ্রহ ভূপাতিত করে। এরপর থেকেই মূলত ‘স্টার ওয়ারস’ নামের অস্ত্র প্রতিযোগিতার শুরু।

চীনের এ ক্ষমতার প্রদর্শন মার্কিন যুক্তরাষ্ট্রের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়। কেননা এর মধ্য দিয়ে চীন যুক্তরাষ্ট্রের সেনা ও বেসামরিক উপগ্রহ ধ্বংসের ক্ষমতা রাখে, এ আশঙ্কা দৃঢ় হয়।

তবে এর জবাবে ২০০৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্র চীনের কাছে নিজেদের ক্ষমতা প্রদর্শনের অংশ হিসেবে যান্ত্রিক ক্রটি সম্পন্ন একটি মার্কিন উপগ্রহ ধ্বংস করে ।  

এসময় ক্রটি সম্পন্ন একটি গোয়েন্দা উপগ্রহ সরিয়ে ফেলার প্রয়োজনীয়তা থেকে উপগ্রহটি ধ্বংস করা হয় বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উল্লেখ করা হয়।

তবে উইকিলিকসের ফাঁস করা নতুন তথ্যের মধ্য দিয়েই এ অভিযানের প্রকৃত উদ্দেশ্য প্রকাশিত হয়ে পড়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।