কায়রো: মিশরে বিক্ষোভের সংবাদ সংগ্রহ করায় বৃহস্পতিবার ফ্রান্স এবং পোল্যান্ডের তিনজনসহ মোট ছয় সাংবাদিককে আটক করেছে দেশটির পুলিশ। পোল্যান্ডের টেলিভিশন টিভিপি এবং ফ্রান্সের ফ্রান্স টোয়েন্টিফোরের বরাত দিয়ে এএফপি এ তথ্য জানিয়েছে।
টিভিপি’র পরিচালক পিওটর ক্রিইসাক এএফপিকে বলেন, ‘পোল্যান্ডের টেলিভিশন সাংবাদিক পিওত গরেকি, তার ক্যামেরাম্যান এবং সাউন্ডম্যানকে পুলিশ আটক করেছে। তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত আর কিছু জানা যায়নি। ’
এদিকে ছাড়া পাওয়া আরেক সাংবাদিক ক্রিজটফ কলোসিনয়েক টিভিপিকে বলেন, ‘পুলিশ আমাদের আটক করে রেখেছিল। তারা আমাদের সকল তথ্যাদি রেখে দিয়েছে, আমাদের সকল যন্ত্রপাতি এবং ক্যামেরা নষ্ট করে দিয়েছে। ’
তিনি আরও বলেন জিজ্ঞাসাবাদের জন্য তাকে সেনাবাহিনীর হাতে তুলে দেয়া হয় এবং এরপর তাকে মুক্তি দেয়া হয়।
অন্যদিকে ফ্রান্সের সংবাদ মাধ্যম ফ্রান্স টোয়েন্টিফোরের তিনজন সাংবাদিককে আটকের পরিপ্রেক্ষিতে এর মুখপাত্র নাথায়েল লেনফান্ট এএফপিকে বলেন, ‘বিক্ষোভের সময় দুজনকে আটক করা হয়েছে। তৃতীয়জনকে ব্যারিকেড থেকে কিছুটা আহত অবস্থায় আটক করা হয়। ’
গণমাধ্যম পর্যবেক্ষক দল রিপোটার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) বৃহস্পতিবার সকালে বিদেশী গণমাধ্যমের উপর এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তারা বিবিসি, আল-জাজিরা, সিএনএন সংবাদ মাধ্যমসহ অন্যান্য সংস্থার উপরও হামলার আশঙ্কা প্রকাশ করে।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ০৩ ফেব্রয়ারি ২০১১