ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফেরি ডুবি

চালকের আসনে ছিলেন তৃতীয় পর্যায়ের ক্যাপ্টেন!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৪
চালকের আসনে ছিলেন তৃতীয় পর্যায়ের ক্যাপ্টেন!

ঢাকা: ৪৭০ জন যাত্রী নিয়ে দক্ষিণ কোরিয়ার পূর্বাঞ্চলে ডুবে যাওয়া ফেরিটির চালকের আসনে দুর্ঘটনার সময় তৃতীয় পর্যায়ের ক্যাপ্টেন ছিলেন।

শুক্রবার তদন্তকারী কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ডোবার সময় প্রধান ক্যাপ্টেন ফেরিতে ছিলেন না।

তিনিসহ কয়েকজন ক্রু আগেই ফেরি থেকে নেমে যান।

এ দিকে ফেরি ডুবির ঘটনায় নিখোঁজদের স্বজনরা ক্যাপ্টেনকেই দায়ী করে ফেরি চালনায় অবহেলার জন্য ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।

ফেরিটি কী কারণে ডুবেছে তা নিশ্চিত করে বলা না গেলেও ধারণা করা হচ্ছে সমুদ্রের নিচে পাথরের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটতে পারে।
 
সর্বশেষ খবরে জানা যায়, ফেরিডুবির ঘটনায় এখন পর্যন্ত ২৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ২৬৮ জন। এদের মধ্যে বেশির ভাগই মাধ্যমিক স্কুলের শিক্ষার্থী।

গত বুধবার ইনচিয়ন থেকে পূর্বাঞ্চলীয় পর্যটন দ্বীপ জেজুতে যাওয়ার সময় ৪৭০ জন যাত্রী নিয়ে সিউল নামের ফেরিটি ডুবে যায়।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, এপ্রিল ১৮,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।