ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ওসামা বিন লাদেনের নামে লাইব্রেরি!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৪
ওসামা বিন লাদেনের নামে লাইব্রেরি!

ঢাকা: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি মহিলা মাদরাসার লাইব্রেরির নামকরণ নিহত আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের নামে করা হয়েছে।

জামিয়া হাফসা মাদরাসা নামে ওই প্রতিষ্ঠানটির সঙ্গে লাল মসজিদের যোগাযোগ রয়েছে।

আর সন্ত্রাসীদের যাতায়াত ও উঠা-বসা রয়েছে বলে অভিযোগ রয়েছে লাল মসজিদের বিরুদ্ধে। ২০০৭ ‍সালে সেনা শাসক পারভেজ মোশাররফ ক্ষমতায় থাকাকালে লাল মসজিদে অভিযান চালানো হয়। এতে কয়েক ডজন লোক হতাহত হয়।

২০১১ সালে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে নিহত ওসামা বিন লাদেনকে ওই লাইব্রেরির দরজায় টাঙানো একটি কাগজে ‘শহীদ’ বলে উল্লেখ করা হয়েছে।

একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিনিধি জানান, লাইব্রেরিতে কোনো চেয়ার বা টেবিল নেই- শুধু দু’টি কম্পিউটার রয়েছে মেঝেতে। আর বিভিন্ন তাকে রয়েছে দুই হাজার জিহাদি বই।

ইসলামাবাদের প্রাণকেন্দ্রে অবস্থিত লাইব্রেরিটি বিশাল জায়গাজুড়ে অবস্থান করছে। তবে এর কিছু অংশের নির্মাণ ক‍াজ এখনও চলছে।

মাদরাসার একজন মুখপাত্র বলেন, প্রতিষ্ঠানের লাইব্রেরির নামকরণ ‘নায়ক’ বিন লাদেনের সম্মানার্থে করা হচ্ছে।

মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা আবদুল আজিজ হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি সরকার আমাদের মাদরাসা বা মসজিদকে টার্গেট করে, তবে শরিয়া আইন অনুযায়ী আমরা প্রতিশোধ নিতে বাধ্য হবো- কেউ যদি আমাদের সঙ্গে রুঢ় আচরণ করে, তবে তার প্রতিদানে কারও ফুল আশা করা উচিত হবে না।

লাইব্রেরিটিকে নিজের কার্যালয় হিসেবে ব্যবহার করছেন ওই মাদরাসা শিক্ষক।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।