ঢাকা, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ইরাকে বোমা হামলা নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫৭, ফেব্রুয়ারি ৪, ২০১১
ইরাকে বোমা হামলা নিহত ১২

রামাদি: ইরাকে বৃহস্পতিবার রামাদি শহরে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ৫ পুলিশ সদস্যসহ ৮ জন নিহত হয়েছেন।   সারা দেশে সহিংসতায় একদিনেই সর্বমোট ১২ জন নিহত হয়েছেন।

পুলিশ সুত্রে এ তথ্য জানানো হয়।

ইরাকের রাজধানী বাগদাদ থেকে ১০০ কিলোমিটার পশ্চিমে আনবার প্রদেশের রাজধানী রামাদির মধ্যাঞ্চলে স্থানীয় সময় সন্ধা ৭ টা ১৫ মিনিটে গাড়ি বোমা বিস্ফোরন ঘটানো হয়। নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা এ তথ্য জানান ।
রামাদি হাসপাতালের চিকিৎসক হামলায় ৮ জন নিহত এবং অন্যান্য ১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন।

এদিকে, জানুয়ারি মাসে ইরাকে সহিংসতায় নিহতের সংখ্যা ২৫৯ যা কিনা, আগের তিন মাসের চেয়ে বেশি, এই তথ্য প্রকাশ করার মাত্র একদিনের মাথায় আত্মঘাতী হামলা চালানো হলো।

উল্লেখ্য, গত ডিসেম্বরে নুরি-আল- মালিকির নেতৃত্বে ইরাকে নতুন সরকার গঠন করা হয়।

বাংলাদেশ সময়: ০০৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।