ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১১
নিউজিল্যান্ডে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত

ওয়েলিংটন: নিউজিল্যান্ডের টোঙ্গায় শুক্রবার পাঁচ দশমিক চার মাত্রার একটি ভ’মিকম্প আঘাত হেনেছে, তবে সেখানে সুনামির সংকেত জারি করা হয়নি।

হাইহিফো অঞ্চল থেকে ৮৫ কিলোমিটার উত্তর-র্পূবাঞ্চলে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে ৮.২ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির কেন্দ্র ছিল বলে জানিয়েছে ইউএসজিএস।

স্থানীয় সময় সকাল ১০:২৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

হাওয়াই ভিত্তিক প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, সেখানে সুনামির সতর্কতা সংকেত কার্যকর করা হয়নি।

টোঙ্গা নিউজিল্যান্ড থেকে ২,০০০ কিলোমিটার উত্তর-পূর্বে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের তথাকথিত ”রিং অব ফায়ার” এ অবস্থিত যা ঝুকিপূর্ন ভ’মিকম্প প্রবন এলাকা হিসেবে পরিচিত।

টোঙ্গাতে ২০০৯ সালে ভ’মিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে নয়জন এবং স্যামোয়াতে ১৪৩ জনের প্রাণহানি ঘটে।

বাংলাদেশ স্থানীয় সময়: ০৭১৬ ঘন্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।