ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মিশর: গুলি না চালানোর অঙ্গীকার সেনাবাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১১
মিশর: গুলি না চালানোর অঙ্গীকার সেনাবাহিনীর

ওয়াশিংটন: মিশরের বিক্ষোভকারীদের উপর গুলি না চালানোর বিষয়টি আবারও নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনী। মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তার কাছে সেনাবাহিনী এ আশ্বাস দেয় বলে বৃহস্পতিবার অ্যাডমিরাল মাইক মুলান জানিয়েছেন।



এক টেলিভিশন সাক্ষাৎকারে এ বিষয়ে অ্যাডমিরাল বলেন, ‘মিশরের সেনাবাহিনীর তাদের নিজেদের জনগণের উপর গুলি চালানোর কোনো ইচ্ছা নেই বলে তারা আমাকে নিশ্চিত করেছে। ’

‘জনগণের কাছে সেনাবাহিনীর জনপ্রিয়তা অনেক বেশি। সেনাবাহিনী মিশরের জনগণের পক্ষে। ’

মিশরীয় অবসরপ্রাপ্ত সেনা প্রধান জেনারেল সামি এনানের সঙ্গে টেলিফোনে মুলান এসব কথা বলেন।  

বুধবার কায়রোর তাহরির চত্ত্বরে বিক্ষোভকারীদের সঙ্গে সরকারপন্থীদের সংঘর্ষে কমপক্ষে ৫ জন নিহত ও ৮৩৬ জন আহত হন। এ ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন থেকে  মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারককে পদত্যাগের জন্য অব্যাহতভাবে চাপ দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২১০ ঘন্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।