ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৪
পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪১

ঢাকা: পাকিস্তানের  দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিন্ধ প্রদেশে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে। দেশটির সংবাদ মাধ্যম ডন এ তথ্য নিশ্চিত করেছে।



রোববার সকালে দেরা গাজী খান থেকে করাচিগামী বাসটি সুক্কুর জেলার মহাসড়কের পানো আকিল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে প্রাথমিকভাবে মৃতের সংখ্যা ছিল ২৪ জনে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ সংখ্যা ৪১ জনে গিয়ে ঠেকেছে। বাসটিতে মোট যাত্রী ছিল ৫০ জন।

এখনও আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও সাত জন। তবে এই সাত জনের অবস্থা অনেকটাই গুরুতর বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

পুলিশ ও উদ্ধারকর্মীরা জানান, আহতদের উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়া হলে আরও ডজন খানেক লোকের মৃত্যু হয়। হতাহতদের মধ্যে শিশু ও নারীও রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।