ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

মোবারকের ‘প্রস্থান দিবস’ আজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৬, ফেব্রুয়ারি ৪, ২০১১
মোবারকের ‘প্রস্থান দিবস’ আজ

কায়রো: মিশরে হোসনি মোবারকের ‘প্রস্থান দিবস’ মঞ্চস্থ করতে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে সরকার বিরোধী বিক্ষোভকারীরা। এ উপলক্ষ্যে লাখ লাখ মানুষ রাজধানী কায়রোর তাহরির স্কয়ারে জড়ো হচ্ছে।

খবর বিবিসি ও এএফপির।

বিক্ষোভকারী দলের সংগঠকরা শুক্রবার দিনটিকেই মোবারকের প্রস্থান দিবস ঘোষণা করেছেন।

এদিকে, দেশের ভেতরে নৈরাজ্য ও মুসলিম ব্রাদারহুডের হাতে ক্ষমতা চলে যাবে এমন আশঙ্কায় পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন মোবারক। তার এই কথার প্রেক্ষিতেই বিক্ষোভের এই নতুন মাত্রা যোগ হয়েছে।

হাজার হাজার বিক্ষোভকারী তাহরির স্কয়ারে বৃহস্পতিবার রাতভর জড়ো হতে থাকে। এছাড়া বিক্ষোভের এগারতম দিনেও সকালে শহরের বিভিন্ন জায়গা থেকে স্রোতের মত লোকজন আসতে থাকে।

গত মঙ্গলবার ৩০ বছর ধরে ক্ষমতা আঁকড়ে থাকা ৮২ বছর বয়সী এই প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করে ১০ লাখের বেশি মানুষের সমাবেশ হয়।

বৃহস্পতিবার মোবারক সমর্থক ও বিরোধীদের রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে আটজন নিহত এবং আট শতাধিক আহত হওয়ার পরও শুক্রবারের এই কার্যক্রমের সংগঠকরা আশা করছেন এটি হবে সবচেয়ে বৃহৎ জনসমাগম।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ০৪ ফেব্রুয়ারি ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।