ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

মোবারকের পদত্যাগে যুক্তরাষ্ট্রের চাপ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৭, ফেব্রুয়ারি ৪, ২০১১
মোবারকের পদত্যাগে যুক্তরাষ্ট্রের চাপ

ওয়াশিংটন: মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারককে দ্রুত পদত্যাগে বাধ্য করতে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দেশটির সরকারের সঙ্গে বৃহস্পতিবার থেকে ‘জরুরি’ আলোচনা শুরু করেছে। মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস শুক্রবার এ তথ্য জানায়।



দৈনিকটি আরও জানায়, বারাক ওবামার প্রশাসন মিশরের কর্মকর্তাদের সঙ্গে মোবারককে ক্ষমতাচ্যুত করে ভাইস প্রেসিডেন্ট ওমর সুলেইমানের নেতৃত্বে অর্ন্তবর্তীকালীন সরকার গঠনের উদ্দেশ্যে আলোচনা করছেন।

ওবামা প্রশাসনের কর্মকর্তা এবং আরব কূটনীতিকদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, এই পরিকল্পনার সঙ্গে মোবারক নিজে দ্বিধান্বিত থাকলেও এতে মিশরীয় সামরিক বাহিনীর সমর্থন আছে।
উভয় দেশের কর্মকর্তাদের থেকে জানা যায়, এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য দ্রুত সংবিধানের সংশোধন করা হবে।

টাইমস জানায় অন্তর্বর্তীকালীন সরকারের এই প্রস্তাবনা আলোচনায় বিরোধী দলের অনেককে আমন্ত্রণ জানানো হয়েছে যার মধ্যে নিষিদ্ধ ঘোষিত দল মুসলিম ব্রাদারহুডও রয়েছে। সেপ্টেম্বরে একটি পক্ষপাতহীন এবং অবাধ নির্বাচনের প্রক্রিয়া হিসেবে এই পরিকল্পনা করা হচ্ছে।

মোবারক বৃহস্পতিবার এক টেলিভিশন ভাষণে বলেন, ‘প্রেসিডেন্ট অবস্থায় আমি বিরক্ত হয়ে উঠেছি। আমি এখনই ক্ষমতা ছাড়তে চাই কিন্তু আমি চলে গেলে দেশ নৈরাজ্যে নিমজ্জিত হবে এই আশঙ্কায় তা পারছি না। আমাকে নিয়ে মানুষ কি বলছে তা নিয়ে আমি ভাবছি না। এখন আমার চিন্তায় আমার দেশ, আমার মিশর। ’

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।