ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গড় আয়ু: জাপানে ৮৩ ॥ জিম্বাবুয়ে ও আফগানিস্তানে ৪২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১১
গড় আয়ু: জাপানে ৮৩ ॥ জিম্বাবুয়ে ও আফগানিস্তানে ৪২

লন্ডন: বিশ্বে জাপানের মানুষ সবচেয়ে বেশি দিন বাঁচে, এদের গড় আয়ু ৮৩ বছর। আর সবচেয়ে কম আয়ুর দেশ আফগানিস্তান এবং জিম্বাবুয়ে, দুটি দেশের অধিবাসীদের গড় আয়ু ৪২।

খবর বিবিসির।

বেশিরভাগ উন্নত দেশগুলোয় বিশ শতকের মাঝামাঝি থেকে জীবনমান উন্নত হওয়ায় এবং সংক্রামক রোগ প্রায়ই নির্মূল করতে সক্ষম হওয়ায় গড় আয়ু বাড়ছে। গবেষণা প্রতিষ্ঠান ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট এ তথ্য প্রকাশ করেছে।

অন্যদিকে অনেক উন্নয়নশীল দেশেও শিশু মৃত্যুহার রোধ এবং উন্নত চিকিৎসা পদ্ধতির কারণে আয়ু বাড়ছে।
বিশেষজ্ঞরা বলছেন, মানুষের এই দীর্ঘায়ু হওয়া ধীরে ধীরে আরও বাড়বে এবং একসময় ১০০ বছর বেঁচে থাকা খুবই সাধারণ একটি বিষয় হয়ে দাঁড়াবে। জাতিসংঘের হিসাব মতে, ২০৫০ সালের মধ্যে বিশ্বে প্রবীণ মানুষের সংখ্যা দাঁড়াবে ২২ লাখ।

এদিকে, জাপানে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি বয়োবৃদ্ধ লোক বাস করে। সেখানে মোট জনসংখ্যার ২০ শতাংশের বয়স ৬৫ বছরের ওপরে এবং ২০১০-এ শতায়ু মানুষের সংখ্যা ছিল ৪৪ হাজার ৪৪৯ জন।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ০৪ ফেব্রুয়ারি ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।