ব্রাসেলস: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭ জন নেতা শুক্রবার একটি যৌথ বিবৃতিতে মিশরে গণতন্ত্রে উত্তরণের জন্য এখনই পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। একইসঙ্গে তারা সহিসংতার ঘটনায় তীব্র ভাষায় নিন্দা জানিয়েছেন।
ইউরোপীয় নেতাদের একদিনের বৈঠকে মিশরের সরকারের প্রতি তার দেশের জনগণের আকাক্সক্ষার বাস্তবায়ন করতে রাজনৈতিক সংস্কার করতে হবে, নিপীড়ন নয়।
একই নেতারা সব পক্ষকে ধৈর্য্য ধরে আর কোনো সহিংসতায় না জড়ানোর আহ্বান জানান। বিবৃতিতে মিশরকে ইউরোপীয় ইউনিয়নের ত্রাণ বন্ধ করে দেওয়ার প্রচ্ছন্ন হুমকি দেওয়া হয়।
এতে বলা হয়, মিশরের সঙ্গে ইইউর সম্পর্কের ভিত্তি অবশ্যই চুক্তি ও অঙ্গীকারের ভিত্তিতে প্রতিষ্ঠিত।
বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১১