ইসলামাবাদ: পাকিস্তানের ক্ষমতাসীন দল শুক্রবার প্রধানমন্ত্রীকে ইউসুফ রাজা গিলানিকে মন্ত্রিসভা বিলুপ্ত করার অধিকার দিয়েছে। বিরোধী দলের দাবির মুখে তাকে এ ক্ষমতা দেওয়া হয়।
পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নির্বাহী কমিটি এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি উপস্থিত ছিলেন। জারদারি পিপিপির কো-চেয়ারম্যানের পদে রয়েছেন।
পিপিপির উর্ধ্বতন নেতা জাহাঙ্গীর বদর বলেন, ৫০ জন মন্ত্রী নিয়ে গঠিত বর্তমান মন্ত্রিসভা বিলুপ্ত করা হবে। তবে কবে নাগাদ তা করা হবে তিনি জানাননি।
বিরোধী দল পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) নেতা নওয়াজ শরিফ দেশের বর্তমান আর্থিক সংকটের পরিপ্রেক্ষিতে এ জানান।
বিশ্লেষকরা বলছেন, বিরোধী দলের চাপের মুখে সরকার নতি স্বীকার করেছে। বিশ্লেষক ইমতিয়াজ গুল বলছেন, নওয়াজের দল ও অন্য বিরোধী দলগুলো বিশাল আকারের অনুন্নয়ন খরচ ও ক্রমবর্ধমান দুর্নীতির ব্যাপারে প্রশ্ন করেছে এবং এ কারণে এ সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১১